ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেলজিয়ামে সমাবেশ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
বাংলাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেলজিয়ামে সমাবেশ

ব্রাসেলস থেকে: বাংলাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে বেলজিয়াম আওয়ামী লীগ।

শনিবার (৬ অগাস্ট) বিকেল সাড়ে ৩টায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সেন্ট্রাল স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত।



বেলজিয়াম আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।

টেলিকনফারেন্সে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি বলেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনার অব্যাহত উন্নয়নের ধারাকে ব্যাহত করতে বিএনপির ছত্রছায়ায় থেকে জামায়াত বাংলাদেশে জঙ্গি হামলা করছে। বাংলাদেশের জনগণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একমাত্র শেখ হাসিনার উপর আস্থা রাখতে পারে।

এতে ফ্রেঞ্চ ভাষায় বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগ নেতা শহিদুল হক (শহীদ), ডাচ ভাষায় বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রলীগ জাতীয় পরিষদের সদস্য জাহাঙ্গীর  চৌধুরী (রতন), বেলজিয়াম আওয়ামী লীগ নেতা মাকসুদ আলী (হিমু)।
আরো উপস্থিত ছিলেন ফয়সাল আজাদ তালুকদার, বাবু নিরঞ্জন চন্দ্র রায়, দাউদ খান (সোহেল), এম এ সালাম, মো. জামাল উদ্দিন (মনির), বাদশা প্রমুখ।

বেলজিয়াম যুবলীগের পক্ষ থেকে ছিলেন সভাপতি এম এম মোর্শেদ, সহ- সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল আলম, সদস্য দিলরুবা বেগম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বাবু বিধান দেব, সাধারণ সম্পাদক ফিরোজ বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।