ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

হাসপাতাল ছেড়েছেন মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
হাসপাতাল ছেড়েছেন মোস্তাফিজ ফাইল ফটো

লন্ডন: কাঁধের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছেড়েছেন  ক্রিকেটের বিস্ময় বালক মোস্তাফিজ‍ুর রহমান। চিকিৎসকদের সর্বশেষ চেকআপ শেষে শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতাল ত্যাগ করেন তিনি।

হাসপাতাল ত্যাগ করে গাড়িতে ওঠার মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘মোস্তাফিজ এখন সুস্থ, আগের দিনের মতো কোনো ব্যাথাও এখন আর তার শরীরে নেই। ’

‘১৭ আগস্ট দুপুর সাড়ে ১২টায় পরবর্তী চেকআপের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কনসালট্যান্ট। এই চেকআপ শেষে পরদিন অর্থাৎ ১৮ আগস্ট মোস্তাফিজকে নিয়ে দেশে ফিরবো বলে আশা করছি,’ যোগ করেন ডা. দেবাশীষ চৌধুরী।

এর আগে গত ১২ আগস্ট (শুক্রবার) হাসপাতাল ত্যাগের কথা থাকলেও ওইদিন ভোর ৪টা থেকে হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা এই বাহাতি পেসার।

তাই কনসালট্যান্ট আরও একদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন তাকে।  

শুক্রবার এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রসিকতার সুরে বলেন, ‘মোস্তাফিজকে বলেছি- তোমাকে দ্রুত সুস্থ হতে হবে। বা হাতে না পারলেও ডান হাতে হলেও তোমাকে বোলিং করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬, আপডেট: ১৮১২ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।