ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইয়াফেস ওসমানকে ভিয়েনায় সংবর্ধনা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
ইয়াফেস ওসমানকে ভিয়েনায় সংবর্ধনা

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানকে সংবর্ধনা দিয়েছে অস্ট্রিয়া প্রবাসী বাঙালিরা।

অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৬০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ৬ দিনের সরকারি সফরে ভিয়েনা অবস্থান করছেন তিনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভিয়েনা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

বিমান বন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা আবদুর রহিম, ইয়াসিম মিয়া বাবু, মজনু আজাদ, রবিন মো. আলী, শাহ ফরহাদ, মিসেস মজনু, আবদুল হক চৌধুরী মাসুম, তৌহিদ আজাদসহ প্রবাসী বাঙালিরা।
বিমান বন্দরে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত আবু জাফর ও কাউন্সিলর শাবাব বিন আহমেদ।

২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৬০তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে ১৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ভিয়েনা পৌঁছেছেন।

২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভিয়েনায় অষ্ট্রিয়া আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিনের অনুষ্ঠানে ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এসএস/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।