ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বিজয় দিবসে রোম মহানগর বিএনপির আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
বিজয় দিবসে রোম মহানগর বিএনপির আলোচনা সভা

৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে ইতালিতে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে রোম মহানগর বিএনপি (ছোটন-নাসির অনুমোদিত কমিটি)।

৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে ইতালিতে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে রোম মহানগর বিএনপি (ছোটন-নাসির অনুমোদিত কমিটি)।

রোম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আহ্বায়ক পান্নু শরীফের সভাপতিত্বে ও সদস্য সচিব আমির হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন,   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার  নাসির উদ্দীন, সি. সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাজ্জাদুল কবির, লায়লা শাহ, নিজাম উদ্দিন, দেলোয়ার হোসেন খান, দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, নুরুল আফসার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাহুল, প্রচার সম্পাদক খান রবিন, যুবনেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজীসহ অনেকে।  

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।