ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মরুর দেশ কাতারে ঝুম বৃষ্টি, চলবে আরও ক’দিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
মরুর দেশ কাতারে ঝুম বৃষ্টি, চলবে আরও ক’দিন মরুর দেশ কাতারে ঝুম বৃষ্টি, চলবে আরও ক’দিন।

কাতার: গত এক সপ্তাহ ধরে রাত-দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে মরুর দেশ কাতারে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাত। দেশটির আবহাওয়া অধিদফতর বলছে, আগামী আরও কয়দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

“দেশটির কোথাও কোথাও বৃষ্টিপাত কমে এলেও থেমে থেমে বৃষ্টি হবে”।

কাতারের রাজধানী দোহা এবং এর আশেপাশের এলাকায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেখা যায়, ব‍ৃষ্টির কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকরা।

কোথাও কোথাও জল‍াবদ্ধতা সৃষ্টি হওয়া ভোগান্তিতে পোহাতে হচ্ছে চাকরিজীবীদেরও।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসআরএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।