ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মালয়েশিয়ায় এক্সপ্যাট গ্রুপের বর্ষবরণ শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
মালয়েশিয়ায় এক্সপ্যাট গ্রুপের বর্ষবরণ শনিবার মালয়েশিয়ায় এক্সপ্যাট গ্রুপের বর্ষবরণ শনিবার

মালয়েশিয়া: বাংলাদেশি এক্সপ্যাট গ্রুপ মালয়েশিয়ার বর্ষবরণ অনুষ্ঠান শনিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী প্রফেশনালদের আয়োজনে ষষ্ঠ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এ মিলন মেলা। 

আয়োজক সূত্রে জানা যায়, শনিবার তামান গাম্বিরার লি ইউয়ান রেসিডেন্সে শুরু হবে এ আয়োজন। ওইদিন সকালে বিভিন্ন বাঙালি খাবার পরিবেশনার মধ্যদিয়ে বরণ করে নেওয়া হবে নতুন বাঙালি বছরকে।

 

একে একে থাকবে শিশুদের চিত্রাংকন এবং শিল্পকর্ম প্রতিযোগিতা। আরো থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র। এছাড়া বিকেলে ব্যান্ড সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে সমাপ্ত হবে এবারের আয়োজন।


অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় থাকছে প্রাণ, ইউএস বাংলা এয়ারলাইন্স, উজার টেলিভিশন এবং রেডিয়াস ইভেন্ট।
অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সীমিত 

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।