এতে প্রধান অতিথি ছিলেন ইস্তাম্বুলে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্ক সরকারের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
কনসাল জেনারেল তার দেওয়া বক্তৃতায় নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে বাঙালি সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য হিসেবে উল্লেখ করে বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশ ক্যানভাসের রঙ, মহিমা, গৌরব ও প্রাণশক্তি।
ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটের বাংলা বর্ষবরণ
তিনি বলেন, এই পহেলা বৈশাখ বিশ্ব দরবারে জাতি হিসেবে বাঙালির প্রাণবন্ত, সহনশীল ও ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিই উজ্জ্বল করছে।এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তুরস্কের অতিথিদের ধন্যবাদ জানিয়ে মনিরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সাংস্কৃতিক মিথষ্ক্রিয়া দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সংহত করার পথ সুগম করবে।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা সংগীত ও নৃত্য পরিবেশন করেন ইস্তাম্বুলে বসবাসরত বাংলাদেশিদের একটি দল। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল বুলগেরিয়ার একটি দলও।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এইচএ/