ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নায়করাজ রাজ্জাক স্মরণে কাতারে দোয়া মাহফিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
নায়করাজ রাজ্জাক স্মরণে কাতারে দোয়া মাহফিল ছবি: সংগৃহীত

কাতার: কাতারে বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ ও কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ওসাংস্কৃতিক সংগঠন আকাশ মিডিয়া ভূবনের উদ্যোগে স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী দোহার হৈ চৈ রেস্টুরেন্টে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে ও তানভীর মোজাম্মেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও কাতার গণজাগরণ মঞ্চের সভাপতি কমরেড ইসমাইল হোসেন, কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান, ফ্রেন্ডস ক্লাব কাতারের ভাইস প্রেসিডেন্ট মাসুদ রানা, প্রবাসী চাঁদপুর জেলা সমিতির সহ সভাপতি রফিকুল ইসলাম, বৃহত্তর ঢাকা প্রবাসী কল্যাণ সমিতির সহ সভাপতি প্রকৌশলী আলিমুদ্দিন, কাতার বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি বদরুল আলম, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার, গোপালগঞ্জ-মধুমতি প্রবাসী সমিতির সভাপতি বোরহান উদ্দিন, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর আমিনুল হক প্রমুখ।

আলোচনায় অংশ নেন-আল আমিন, মানিক চৌধুরী,আমিনুল ইসলাম,মাহামুদ চৌধুরী শুভ,সাকিল আহমেদ,সিয়াব সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ নজরুল ইসলাম। হৃদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার (২১ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরে ২৪ আগস্ট রাজধানীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।