ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রাঙ্কফুর্টে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রাঙ্কফুর্টে ফ্রাঙ্কফুর্টে সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা: জার্মানির  ফ্রাঙ্কফুর্ট শহরে ৯ সেপ্টেম্বর রোববার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও বাংলাদেশ সাংস্কৃতিক  গোষ্ঠী ফ্রাঙ্কফুর্ট এর শুভ উদ্বোধন।

সংগঠনের পরিচালক যথাক্রমে- মায়েদুল ইসলাম তালুকদার, হাফিজুর রহমান আলম ও আতিকুর রহমান সবুজ এর পরিচালনায় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

আতিকুর রহমান সবুজের সাবলীল উপস্থাপনায় বেহালায় বাংলাদেশের জাতীয় সংগীতের মধুর সুর বাজিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

সংগীতের মূর্চ্ছনায় দর্শক মাতান জার্মানির জনপ্রিয় কন্ঠশিল্পী কনা ইসলাম এবং জালাল আবেদীন। আরও ছিলেন স্থানীয় শিল্পী, নতুন প্রজন্মের শিল্পী মিতি মারজান, শিশু শিল্পী, আবৃত্তিকার। আবৃত্তি, গান, নৃত্য এবং সবশেষে হাফিজুর রহমান আলমের জাদু প্রদর্শনের মাধ্যমে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জার্মানির বিভিন্ন শহরের প্রবাসি বাংলাদেশিদের সমাগম হয় অনুষ্ঠানে। ছিল মজাদার দেশীয় খাবারের আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।