ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আয়ারল্যান্ডে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে আয়ারল্যান্ডে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া জনতার একাংশ

আয়ারল্যান্ড থেকে: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাঙালিরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের লিমরিক নগরীতে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

প্রথমে নগরীর গুরুত্বপূর্ণ স্থান আর্থিস কি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  হেনরি স্ট্রিট পুলিস স্টেশনের সামনে গিয়ে শেষ হয় এ বিক্ষোভ। সেখানেই আয়োজন করা হয় সমাবেশের।

এ সময় উপস্থিত ছিলেন আজাদ তালুকদার, ইলিয়াস ভুঁইয়া, শাহিন রেজা, আনুয়ারুল হক, অসীম তালুকদার, ফজলুল হক, নাসেরসহ প্রমুখ।

বক্তারা রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের অন্যায় ও নির্মম অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ নির্যাতন-অত্যাচার বন্ধের দাবি জানান। একইসঙ্গে অতি শিগগির মিয়ানমারের অধিবাসীদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জোর দাবি তোলেন।  

এছাড়া, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সহযোগী গোষ্ঠীর প্রশংসা করে সরকারের ভূমিকাকে আরও কার্যকর ও বেগবান করারও তাগিদ দেন বক্তারা।

কর্মসূচিতে বাংলাদেশি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নেন।  
 
সমাবেশ শেষে আন্দোলনকারীরা স্থানীয় মেয়র শন লাইন্স, পুলিশ  প্রধান ও লিমরিক পোস্টের কাছে স্মারকলিপি প্রদান করেন।  

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।