ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জাস্টিন ট্রুডোর শুভকামনায় সিক্ত ডাব্লিউবিও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জাস্টিন ট্রুডোর শুভকামনায় সিক্ত ডাব্লিউবিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’র সঙ্গে কাজী এনায়েত উল্লাহ।

ইউরোপীয় ব্যবস্থাপনায় ২০১৬ সালের শেষার্ধে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘প্রবাসী বিশ্ব সম্মেলন’ ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটে প্রতিষ্ঠিত ‘বিশ্ব বাংলাদেশ সংস্থা’ তথা ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র অব্যাহত অগ্রযাত্রা কামনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার সভাপতি কাজী এনায়েত উল্লাহ ২২ নভেম্বর বুধবার রাজধানী অটোয়াতে ন্যাশনাল পার্লামেন্ট হাউজে তাঁর সাথে দেখা করতে গেলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা পুনর্ব্যক্ত করেন কানাডার প্রধানমন্ত্রী।
 
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুধু কানাডার জনগণের কাছেই নন, বিশ্বব্যাপী নতুন প্রজন্মের কাছেও প্রবল জনপ্রিয় ‘আইকন’।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্ম যাতে যার যার দেশে মূলধারার রাজনীতি তথা মেইনস্ট্রিম পলিটিক্সে অংশ নিয়ে বিদেশে বাংলাদেশের স্বার্থরক্ষায় অবদান রাখতে পারে, নতুন প্রজন্মকে উৎসাহব্যঞ্জক বিশেষ এই মেসেজটি দিতেই মূলত কানাডীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান ইউরোপের শীর্ষ কমিউনিটি নেতা কাজী এনায়েত উল্লাহ। যিনি একাধারে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আছেন।
 

উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর নিজ নির্বাচনী এলাকা মন্ট্রিয়লে ক্ষমতাসীন লিবারেল পার্টির অফিসিয়াল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র কানাডা কোঅর্ডিনেটর মাইনুর সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ প্রিয়ভাজন এই তরুণ বাংলাদেশির কাছ থেকে ডাব্লিউবিও’র মিশন এন্ড ভিশন সম্পর্কে বেশ আগেই অবগত হন জাস্টিন ট্রুডো।

পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একইদিন তাঁর নির্বাচনী এলাকার লিবারেল পার্টির সক্রিয় অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও সৌজন্য সাক্ষাত এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। ডাব্লিউবিও প্রেসিডেন্ট আমন্ত্রিত অতিথি হিসেবে এতে যোগ দেন।
 
এদিকে মন্ট্রিয়লের স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য মার্ক মিলারের সাথেও বুধবার পার্লামেন্ট হাউজে পৃথকভাবে দেখা করেন কাজী এনায়েত উল্লাহ। ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র সাংগঠনিক কর্মকাণ্ড কানাডায় সম্প্রসারিত করতে প্রশাসনিক সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন মার্ক মিলার এমপি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।