ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে অস্ট্রেলিয়া আ’লীগের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে অস্ট্রেলিয়া আ’লীগের শোক

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন নেছা’র (৯২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে মরহুম ফজিলাতুন নেছার রুহের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেগম ফজিলাতুন নেছা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।