ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ঢাকা: ওমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন- রায়হান, তার স্ত্রী এবং তাদের ভাতিজি।

আর রায়হানের ছেলে ছাড়াও ইকবাল নামে এক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন।  

সূত্রটি জানায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রায়হানসহ অন্যরা পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফিরছিলেন। এ সময় মরুভূমির বালু ঝড়ে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।