ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

স্বাধীনতা দিবস উদযাপনে মেলবোর্নে ক্রিকেট উৎসব ২৮ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
স্বাধীনতা দিবস উদযাপনে মেলবোর্নে ক্রিকেট উৎসব ২৮ মার্চ

ঢাকা: বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উদযাপনে মেলবোর্নে স্বাধীনতা দিবস চ্যারিটি ক্রিকেট উৎসব আয়োজন করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস অ্যান্ড এডুকেশন (এবিএএসই)।

২৮ মার্চ (শনিবার) শহরটির থর্নবোরির মায়ের পার্কে অনুষ্ঠেয় দিনব্যাপী এই আয়োজনে থাকবেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

এছাড়াও এতে উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত থাকবেন বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দল এবং বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক খেলোয়াড়।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশের তরুণ প্রজন্মকে স্বাধীনতার পটভূমি, সংগ্রাম আর বাংলাদেশের ক্রিকেটের পটভূমি ও বিকাশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

আয়োজনটিতে উপস্থিতির জন্য কোনো প্রবেশ মূল্য দেওয়া লাগবে না।

এছাড়া সাকিব আর আশরাফুলের খেলাটি ইয়েস টিভিতে সম্প্রচার করা হবে। একইসঙ্গে এবিএএসই-এর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।