ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

করোনা: নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য চিকিৎসক পুল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
করোনা: নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য চিকিৎসক পুল

ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের উদ্যোগে চিকিৎসক পুল গঠিত হয়েছে। এই পুলের মাধ্যমে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা চিকিৎসাসেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, নিউইয়র্ক সিটি এখন করোনা ভাইরাস মহামারির অন্যতম কেন্দ্র।

আমাদের কিছু বাংলাদেশি-আমেরিকান ভাই-বোনেরা তাদের নিজেদের ডাক্তারের সঙ্গে জরুরি পরামর্শের জন্য যোগাযোগ করতে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি কনস্যুলেটের নজরে আসার পর নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল স্থানীয় কমিউনিটির সুবিধার জন্য স্থানীয় বাংলাদেশি-আমেরিকান ডাক্তারদের সমন্বয়ে একটি পুল গঠন করার উদ্যোগ নেয়। এতে স্থানীয় বাংলাদেশি-আমেরিকান ডাক্তারা কনস্যুলেটের উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলে অংশ নিতে আগ্রহী হন।  

নিম্নলিখিত ডাক্তারদের সঙ্গে ফোন নম্বরে কথা বলে জরুরি পরামর্শ নেওয়ার অনুরোধ করা হয়েছে।


১. প্রীতম দাস, এমডি
বোর্ড-সার্টিফায়েড ইন ফ্যামিলি মেডিসিন নিউইয়র্ক কমপ্রিহেনসিভ কার্ডিওলজি, পিএলএলসি
৯৫, উইকফ অ্যাভিনিউ, ব্রুকলিন, এনওয়াই ১১২৩৭, ফোন: ৯২৯-৩২১-২৬৪৫

২. ফেরদৌস খন্দকার, এমডি এফএসিপি
ইন্টারনাল মেডিসিন অ্যান্ড জেরিয়াট্রিকস
ই-মেইল: drkhandker@drferdous.com; ফোন: ৭১৮-৫৬৫-৫৬০০

৩. মোহাম্মদ আলম, এমডি
ই-মেইল: dr.tuku@yahoo.com; ফোন: ৬৩১-৭৪২-৯০৮১

৪. মোহাম্মদ ইউসুফ আল মামুন, এমডি
ই-মেইল: mamonny1@gmail.com

৫. মোহাম্মদ জিয়াউর রহমান, এমডি
ই-মেইল: mzrahman@gmail.com; ফোন: ৫১৬-৪৫৫-৪৪২৭ (বিকেল ৪টার পর যোগাযোগ করতে হবে)

৬. মাকসুদ চৌধুরী, এমডি
ই-মেইল: Mchowdhury55@gmail.com; ফোন: ৯১৭-৩০৪-৫৯৩৪

৭. জিয়াউদ্দিন আহমেদ, এমডি
ই-মেইল: ziauddin.philadelphia@gmail.com; ফোন: ৬১০-২০৩-৯৬৯৫

৮. বর্ণালি হাসান, এমডি
অ্যাটেনডিং ফিজিশিয়ান, লং আইল্যান্ড জিউইশ নরওয়েল হাসপাতাল
ফোন: ৯১৭-৯৩০-১১৭০

উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে কোন প্রকার অসুবিধা হয় সেক্ষেত্রে জরুরী প্রয়োজনে কনস্যুলেট জেনারেলের সাথে হটলাইন নম্বরে (২৪/৭)যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
হটলাইন-১: ৬৪৬-৬৪৫-৭২৪২,
হটলাইন-২: ৯২৯-৪২৪-২৭৫৮,
Email: contact@bdcgny.org


মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ করোনা ভাইরাসের বিস্তার হয়েছে। সেখানে এ পর্যন্ত ৫০ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।