ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানিতে করোনাবিধি মেনে ঈদুল আজহা উদযাপিত

জার্মানি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২০
জার্মানিতে করোনাবিধি মেনে ঈদুল আজহা উদযাপিত জার্মানিতে করোনাবিধি মেনে ঈদুল আজহা উদযাপিত/ছবি- বাংলানিউজ

বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।  

এ উপলক্ষে রাজধানী বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, ডুইসেলডরফ, হামবুর্গসহ বিভিন্ন শহর ও প্রদেশে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

যদিও করোনার কারণে জমায়েতে ছিল বাড়তি বিধিনিষেধ। স্বাস্থ্য সুরক্ষায় কড়াকড়ি ও নানা বিধিনিষেধের কারণে ঈদুল আজহার আনন্দে কিছুটা ভাটা পড়েছে।  

জার্মানিতে সবচেয়ে বড় ঈদজামাত অনুষ্ঠিত হয় বার্লিনের পুরনো বিমানবন্দর টেম্পেলহফার মাঠে। এতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীসহ হাজারও ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হন। জামাত শেষে স্বাস্থ্যবিধি মেনেই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। যদিও শুক্রবার ঈদের দিন হওয়ায় অনেকেই নামাজে উপস্থিত হতে পারেননি।  

এদিকে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও খোলা জায়গায় কোরবানীর অনুমোদন না থাকায় কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া স্থানে পশু কোরবানি করা হয়।  

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।