ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাইপ্রাস প্রবাসী শিক্ষার্থী

মাহাফুজুল হক চৌধুরী, সাইপ্রাস থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাইপ্রাস প্রবাসী শিক্ষার্থী রঞ্জিত সাহা

সাইপ্রাসে বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন রঞ্জিত সাহা নামের এক বাংলাদেশি যুবক। তার বাড়ি কুমিল্লায়।

 

শুক্রবার সাইপ্রাসের স্থানীয় সময় আনুমানিক রাত ৯টার দিকে নিকোশিয়ার পালোরোত্তিসা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

রঞ্জিত সাহার বাড়ি কুমিল্লার বাদুড়তলায়। কামদা প্রাসাদ সাহা ও সুমিতা চৌধুরীর একমাত্র সন্তান রঞ্জিত সাহা। কামদা প্রসাদ সাহা পেশায় কুমিল্লা সরকারি মেডিকেলের ডাক্তার এবং মা কুমিল্লা সিটি কলেজের লেকচারার।  

প্রায় ৩ বছর আগে মা-বাবার সঙ্গে অভিমান করে সাইপ্রাস আসেন রঞ্জিত সাহা। সাইপ্রাসের আমেরিকান কলেজের ছাত্র ছিলেন তিনি।  

দুর্ঘটনা প্রত্যক্ষদর্শী প্রবাসী বাংলাদেশি আজমল হোসেন বলেন, পালরত্তিসা লিডল সুপার মার্কেটের পরের একটা সাইড রোড থেকে কেনেডি এভিনিউয়ের বাম দিকে পড়েছিলেন রঞ্জিত সাহা। লোকজন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।  

তার ফুলফেস হেলমেট অক্ষতই ছিল। তবে ডান পায়ের হাঁটুর ওপর প্যান্ট ছেঁড়া এবং রক্তাক্ত ছিল। সম্ভবত বাইরের চেয়ে ভেতরে আঘাত পেয়েছিলেন বেশি।  

পরে আমি ঐ স্থান ত্যাগ করে পরিচিত জনদের কল দিয়ে ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।