ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন মিলাদ খান

মো. সুমন মিয়া, নিউইয়র্ক থেকে  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হলেন মিলাদ খান

নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন বৃহত্তর সিলেটের সন্তান মিলাদ খান।

সম্প্রতি এনওয়াইপিডির একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল।

মিলাদ খান বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য।  

এছাড়া লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন সার্জেন্ট মাহবুবুর রহমান খান, সোহেল হাফিজ রহমান এবং কর্মকর্তা তানভীর চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সৈয়দ শাহ।  

পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন বাপা প্রেসিডেন্ট কারাম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিক ও জেনারেল সেক্রেটারি লে. প্রিন্স আলম।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।