ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
ইতালিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ইতালি শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) দেশটির রোমের একটি হলরুমে ইতালি আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় ইতালি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।

 

এসময় তারা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা করেন।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইদ্রিস ফরাজি প্রবাসী ও তাদের দেশে থাকা পরিবারের সদস্যদের আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর অনুরোধ জানান।  

সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।