ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সালতামামি

সালতামামি-২০২০

গণমাধ্যম ব্যক্তিত্ব হারানোর বছর

এস এম এ কালাম, সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
গণমাধ্যম ব্যক্তিত্ব হারানোর বছর সাংবাদিক রাহাত খান ও কামাল লোহানী

ঢাকা: ২০২০ সাল ছিল গণমাধ্যম কর্মীদের হারানো বছর। করোনা মহামারির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী।

করোনায় আক্রান্ত হয়েছেন হাজারের বেশি। চাকরি হারিয়েছেন অনেকেই। করোনার মধ্যেও প্রভাবশালীদের রোষানলে পড়ে সাংবাদিকদের জেলও খাটতে হয়েছে।

এ বছর আমরা যে বিশিষ্ট সাংবাদিকদের হারিয়েছি তাদের মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিক রাহাত খান, প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস সহিদ, এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আব্দুল্লাহ এম হাসান প্রমুখ।  

২০২০ সালে ২৮ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মৃত্যুবরণ করেন। এরপর আর মৃত্যু থেমে থাকেনি। প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বড় হতে থাকে। কোভিড-১৯ উপসর্গ নিয়ে ৬ মে মৃত্যু হয় দৈনিক সময়ের আলোর সিনিয়র সাবএডিটর মাহমুদুল হাকিম অপুর, ৭ মে দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান। ২০ মে দৈনিক বাংলাদেশের খবরের প্রধান আলোকচিত্রী মিজানুর রহমান খান, ২২ মে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ করোনা উপসর্গ নিয়ে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, ২৯ মে একই রোগে আক্রান্ত হয়ে দৈনিক জবাবদিহির সহকারী সার্কুলেশন ম‌্যানেজার শেখ বারিউজ্জামানের মৃত্যু হয়।  

করোনার উপসর্গ নিয়ে চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সমাচার ও চাঁদপুর জমিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবুল হাসনাত মারা যান ৩০ মে, একদিন পর ৩১ মে এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ মৃত্যুবরণ করেন। ৭ জুন ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান, ১১ জুন দৈনিক বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন করোনা টেস্ট করার পর থেকে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে মারা যান, ১১ জুন দৈনিক উত্তরকোণ (বগুড়া) পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। একইদিন দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি গোলাম মোস্তফা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতের তার কোভিড-১৯ রেজাল্ট পজেটিভ আসে। ১৪ জুন সিলেটের আঞ্চলিক নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের (বালাগঞ্জ) প্রতিনিধি লিটন দাস করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

২০ জুন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ২৪ জুন করোনা আক্রান্ত হয়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেনের মৃত্যু হয়। ২৬ জুন বগুড়ার আঞ্চলিক সাপ্তাহিক হাতিয়ারের নির্বাহী সম্পাদক সাইদুজ্জামান তারা, ২৮ জুন রাজশাহীর আঞ্চলিক দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার তবিবুর রহমান মাসুম, ২৯ জুন সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক খন্দকার মোজাম্মেল হোসেন, ৫ জুলাই সাপ্তাহিক উত্তমাশার সম্পাদক খন্দকার ইকরামুল হক একইদিন ফেনীর স্থানীয় সাপ্তাহিক হকার্সের প্রকাশক ও সম্পাদক নূরুল করিম মজুমদার, ৬ জুলাই এটিএন বাংলার অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবীব, ১৩ জুলাই দৈনিক যুগান্তরের মালিক নুরুল ইসলাম বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এছাড়া ১৩ জুলাই গোপলগঞ্জের স্থানীয় পাক্ষিক মকসুদপুর পত্রিকার সংবাকর্মী এম ওমর আলী, ১৭ জুলাই ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আব্দুল্লাহ এম হাসান, ১৯ জুলাই দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন, ২৪ জুলাই ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ২৭ জুলাই ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান পত্রিকার সম্পাদক রেবেকা ইয়াসমীন, ২২ আগস্ট খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, ২৩ আগস্ট এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ মৃত্যুবরণ করেন।

৩ সেপ্টেম্বর ডেইলি স্টারের স্টোর বিভাগের কর্মী শ্যামল বিশ্বাস, ৯ সেপ্টেম্বর বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আবদুল আলীম হিমু, ৫ অক্টোবর দৈনিক ইনকিলাবের সাবেক চিফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মো. নূর উদ্দিন ভুঁইয়া, ১৭ অক্টোবর বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান, ১৮ অক্টোবর সিলেটের আঞ্চলিক দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, ২৫ অক্টোবর সিনিয়র সাংবাদিক এইউএম ফখরুদ্দিন, ২৬ অক্টোবর বিটিভির বার্তা প্রযোজক ফিরোজা মান্না, ০২ নভেম্বর বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক হান্নান খান, ২৪ নভেম্বর দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ২৬ নভেম্বর দৈনিক নয়া দিগন্তের সাবেক অতিরিক্ত বার্তা সম্পাদক হুমায়ুন সাদিক চৌধুরী, ৫ ডিসেম্বর আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সুকান্ত সেন মারা যান।  

সর্বশেষ ২০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় ঢাকা প্রতিদিন পত্রিকার বরগুনার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জিতু নিহত হন।

শুধু তাই নয় ২০২০ সালে প্রভাবশালীদের রোষানলে পড়ে জেলও খাটতে হয়েছে সাংবাদিকদের। সবমিলিয়ে ২০২০ সালটি ছিল গণমাধ্যমে শোকের বছর।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০ 
এসএমএকে/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।