ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ইমরানের শতকে খুলনার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

ঢাকা: আন্তঃ জেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে জিতেছে খুলনা জেলা। ইমরান হোসেনের শতকে তারা ১৩১ রানে হারিয়েছে দিনাজপুর জেলাকে।



শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে দিনাজপুরের ওপর ব্যাটিং তান্ডব চালায় খুলনা। ইমরান হোসেনের ১১০ ও নিজাম উদ্দিনের ৯৫ রানের সুবাদে সাত উইকেট হারিয়ে ৩২৬ রান করে খুলনা। এছাড়া ৩৭ রানে অপরাজিত ছিলেন মাসুম খান।

বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৫ রানেই গুটিয়ে যায় দিনাজপুর। সবচেয়ে বেশি ৬৫ (*) রান করেন মোস্তাফিজুর রহমান। মূলত রাজিবুল ইসলামের মারাত্মক বোলিংয়ে ধস নামে দিনাজপুরের ইনিংসে। ৩৪ রান খরচায় একাই চার উইকেট শিকার করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১২

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।