ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সিএসইর এমডির সঙ্গে সিবিএফর সৌজন্য সাক্ষাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
সিএসইর এমডির সঙ্গে সিবিএফর সৌজন্য সাক্ষাত

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদারের সঙ্গে সিএসই ব্রোকারস ফোরামের (সিবিএফ) প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

 

সিবিএফর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শামছুল ইসলামের নেতৃত্বে ফোরামের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সিএসইর এমডি মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা এক্সচেঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে মত বিনিময় করেন।

এছাড়াও ডেরিভেটিভস মার্কেট, শরিয়াহ মার্কেট, কমডিটি এক্সচেঞ্জ এবং অন্যান্য চলমান বিষয়েও আলোচনা হয়। উক্ত আলোচনায় উভয় পক্ষ পুঁজিবাজারের উন্নয়নে সিএসইর আরও অধিক কার্যকর ভূমিকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বিশেষ করে তাদের সক্রিয় অংশ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে শওকত আলী তালুকদার, মো. আবুল বাশার ভূঁইয়া, নাসরিন সুলতানা চৌধুরী, তাহমিদ জামাল ও তৈমুর রহমান উপস্থিত ছিলেন।

সাইফুর রহমান মজুমদার গত ০১ জানুয়ারি ২০২৪ তারিখে সিএসইতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।