ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

ঢাকা: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার অসিরা ৫৪ রানে হারিয়েছে ক্যারিবিয়দের।

এ জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে স্বাগতিক দল।

অস্ট্রেলিয়া: ২৬৬/৭
ওয়েস্ট ইন্ডিজ: ২১২  (৩৮.১ ওভার)
ফল: অস্ট্রেলিয়া ৫৪ রানে জয়ী।

পার্থে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের মারাত্মক বোলিংয়ে ৯৮ রানেই ৬ উইকেট হারাতে হয় অস্ট্রেলিয়াকে। খাদের কিনার থেকে দলকে একাই টেনে তোলেন ব্যাটসম্যান জর্জ বেইলি। অনবদ্য শতকে দলকে নির্ধারিত ওভারে ২৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন তাসমানিয়ার এই ব্যাটসম্যান।

বেইলি ১১০ বল খেলে অপরাজিত ১২৫ রান করেন। ইনিংসে ছিলো ১০ চার ও ৪টি ছয়ের মার।

ড্যারেন স্যামি ৪৮ রানে তিন উইকেট শিকার করেন। ্ এছাড়া কেমার রোচ, জ্যাস হোল্ডার, ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিন একটি করে উইকেট পেয়েছেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পেসার মিচেল স্টার্কের তোপে পড়ে ক্যারিবিয়রা। মাত্র ৩৩ রানেই ক্রিস গেইল, রামনরেশ সারওয়ান ও ড্যারেন ব্রাভোকে সাজঘরে ফেরত পাঠান নিউ সাউথ ওয়েলসের এই পেসার। ব্যাট হাতে একই লড়ে যান কিরন পাওয়েল। তবে স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলের মারাত্মক বোলিংয়ে ৩৮.১ ওভারেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

৩২ রানে ৫ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয় ইনিংসে ধস নামান স্টার্ক। এছাড়া ৬৩ রানে চার উইকেট দখল করেন ম্যাক্সওয়েল।

ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৩
এএইচবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।