ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু ১৬ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
ডিএসই’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু ১৬ জানুয়ারি

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হচ্ছে আগামী ১৬ জানুয়ারি। আর মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আগামী ২২ জানুয়ারি।


 
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী নতুন পর্ষদে চারজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ডিএসই’র নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
অন্যদিকে, মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ জানুয়ারি। ওই দিনই যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
 
নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ দাখিলের শেষ সময় আগামী ১৯ জানুয়ারি। অভিযোগের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি।
 
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ডিএসইর বোর্ড সভায় ১২ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একইসঙ্গে ডিএসইর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ডিএসই কর্তৃপক্ষ।
 
ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসই’র পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। নির্বাচনের মাধ্যমে ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক, মনোনয়নের মাধ্যমে ৭ জন স্বতন্ত্র পরিচালক, একজন স্ট্রাটেজিক ইনভেস্টর পরিচালক এবং স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়ে পর্ষদ গঠিত হবে।
 
তবে স্ট্র্যাটেজিক ইনভেস্টর ডিরেক্টর (কৌশলগত বিনিয়োগকারী পরিচালক) না পাওয়ায় এ পদটি খালি থাকবে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।