ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহজুড়ে উভয় স্টকেই বড় অগ্রগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সপ্তাহজুড়ে উভয় স্টকেই বড় অগ্রগতি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনে বড় ধরনের অগ্রগতি লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে ডিএসই লেনদেন বেড়েছে ৪২ দশমিক ৫২ শতাংশ।


 
অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স) বেড়েছে ২ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৩৯ পয়েন্ট।
 
এদিকে সিএসই’র সব সূচক বেড়েছে। সিএসসিএক্স সূচক বেড়েছে ২২৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক বেড়েছে ৩০৮ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক বেড়েছে ৩৫৯ পয়েন্ট।   এছাড়া গত সপ্তাহে সিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৭ হাজার ৩৩৭ টাকা।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স) ছিল ৪ হাজার ৪০৭ দশমিক ৮৩ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪ হাজার ৫১৯ দশমিক ৩৫ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক (ডিএসইএক্স) বেড়েছে ১১১ দশমিক ৫৩ পয়েন্ট বা ২ দশমিক ৫৩ শতাংশ।
 
এদিকে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ছিল ৮ হাজার ৬৬৩ পয়েন্টে। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮ হাজার ৮৮৭ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সিএসসিএক্স সূচক বেড়েছে ২২৪ পয়েন্ট বা ২ দশমিক ৫৮ শতাংশ।
 
অন্যদিকে গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচক বেড়েছে। এছাড়া বেড়েছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ৪২ দশমিক ৫২ শতাংশ। লেনদেন হয়েছে মোট দুই হাজার ৬০৬ কোটি ৭৬ লাখ ৭ হাজার ২০৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৮২৯ কোটি ৪ লাখ ৮৬ হাজার ৯২৬ টাকা।
 
গত সপ্তাহের ৪ কার্যদিবসে ডিএসইর ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত ছিল ১০টির দাম। কোনো লেনদেন হয়নি ২টি প্রতিষ্ঠানে। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ২১৮টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত ছিল ২৩টির দাম। কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।
 
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৪ কার্যদিবসের ডিএসই’র দৈনিক গড় লেনদেন বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৬৫১ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০২ টাকা, যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ৪৫৭ কোটি ২৬ লাখ ২১ হাজার ৭৩১ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ৪২ দশমিক ৫২ শতাংশ।
 
এছাড়া ডিএসইতে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৫৬ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ১৫৮টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৩৯ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ২১৫টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বেড়েছে ৪২ দশমিক ১৮ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স (২৮ দশমিক ৬৭ শতাংশ দাম বেড়েছে), মিরাকেল ইন্ডাস্ট্রিজ (১৯ দশমিক ৫০ শতাংশ), রূপালী লাইফ ইন্স্যুরেন্স (১৫ দশমিক ৩৬ শতাংশ), ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক (১৪ দশমিক ৮১ শতাংশ), ডেল্টা ব্রাক হাউজিং (১৩ দশমিক ৭০ শতাংশ), বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক (১৩ দশমিক ০৯ শতাংশ), রেনউইক যজ্ঞেশ্বর (১১ দশমিক ৭১ শতাংশ), আইসিবি (১১ দশমিক৩৫ শতাংশ), সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স (১০ দশমিক ৩৩ শতাংশ) এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স (৯ দশমিক ৯০ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট (৩০ দশমিক ৭১ শতাংশ), স্টাইল ক্রাফট (৬ দশমিক ২৫ শতাংশ), গ্লাসগো স্মিথ ক্লাইন (৫ দশমিক ৮৬ শতাংশ), মাইডাস ফিন্যান্স (৫ দশমিক ২২ শতাংশ), আরগন ডেনিমস (৫ দশমিক ২১ শতাংশ), গোল্ডেন সন (৪ দশমিক ৮৪ শতাংশ), ডেল্টা স্পিনিং (৪ দশমিক ৫৭ শতাংশ), সলভো কেমিকেল (৪ দশমিক ২৫ শতাংশ), রংপুর ফাউন্ড্রি (৪ দশমিক ১৬ শতাংশ) এবং বরকোতুল্লাহ ইলেকট্রো (৩ দশমিক ৯১ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।