ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

গ্রিন ডেল্টার ওয়ারেন্ট বিতরণ শুরু ২৪ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
গ্রিন ডেল্টার ওয়ারেন্ট বিতরণ শুরু ২৪ মার্চ

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর, ২০১৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে লভ্যাংশ দিয়েছে তার ওয়ারেন্ট বিতরণ শুরু হবে আগামী ২৪ মার্চ থেকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


 
জানা যায়, আগামী ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ডিভিডেন্ট ওয়ারেন্ট বিতরণ চলবে। শেয়ারহোল্ডার বা তার অথরাইজড ব্যক্তিগণ অফিস সময়ের মধ্যে এ ওয়ারেন্ট সংগ্রহ করতে পারবেন। মতিঝিলে কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস গ্রিন ডেল্টা এইমস টাওয়ার (৭ম তলা) থেকে এ ওয়ারেন্ট বিতরণ করা হবে।
 
এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। যার মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
 
সমাপ্ত অর্থবছরে কোম্পানির মোট মুনাফা দাঁড়িয়েছে ২৩ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭০ দশমিক ২২ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।