ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শাহজিবাজারের আইপিও ড্র ৮ মে, আবেদন ২০ গুণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
শাহজিবাজারের আইপিও ড্র ৮ মে, আবেদন ২০ গুণ

ঢাকা: শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া শাহজিবাজার পাওয়ার কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার চেয়ে ২০ গুণ বেশি আবেদন জমা পড়েছে ।
 
আবেদনকারীদের শেয়ার বরাদ্দ দিতে আগামী ৮ মে আইপিও ড্র অনুষ্ঠিত হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।


 
জানা গেছে, কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ারের বিপরীতে পুঁজিবাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর বিপরীতে মোট ৬৩৯ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানির চাহিদার ২০ দশমিক ১৬ গুণ।
 
ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ কোম্পানির প্রতি শেয়ারের নির্দেশক মূল্য ধরা হয়েছে ২৫ টাকা।
 
কোম্পানিটি জানিয়েছে, সংগৃহীত অর্থ দিয়ে তারা ঋণ পরিশোধ করবে।
                                                                                                                
২০১৩ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৫৪ টাকা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৮ টাকা।
 
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ‘এএএ’ কনসালট্যান্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।