ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও মূল্যসূচক বেড়েছে। তবে আগের কার্যদিবস সোমবারের চেয়ে লেনদেনের পরিমাণ অনেকটা কমেছে।



সপ্তাহের প্রথম দুই কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবারও ইতিবাচক সূচকে লেনদেন শুরু হয়। তবে এদিন সূচক বেড়ে লেনদেন শুরু হলেও তা গত দুই কার্যদিবসের তুলনায় কিছুটা মন্থর গতি লক্ষ্য করা গেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

এদিন লেনদেন হয়েছে মোট ৩৯১ কোটি ৩২ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, মেঘনা পেট্রোলিয়াম, হাইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক, এবি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইউসিবিএল, মতিন স্পিনিং মিলস, গ্রামীণফোন ও সাউথ ইস্ট ব্যাংক।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৭৯ পয়েন্টে ওঠে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

লেনদেন হয়েছে মোট ২৬ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৪৩ কোটি ৩২ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪/আপডেটেড ১৬০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।