ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে এবি ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে এবি ব্যাংক

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেড কোম্পানিটির- মূলধনী শর্ত পূরণে পরিশোধিত মূলধন বাড়াতে বাজারে অরূপান্তরযোগ্য পরিবর্তশীল মুনাফার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
এ বিষয়ে গত ২১ এপ্রিল অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
 
জানা যায়, সাত বছর মেয়াদী এ বন্ডের আকার হবে ২৫০ কোটি টাকা এবং পরিবর্তশীল মুনাফা হবে ১১ থেকে ১৩ শতাংশ। প্রতি ছয় মাস অন্তর এ বন্ডের মুনাফা দেওয়া হবে।
 
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ছাড়া হবে। দু’টি ভিন্ন প্রতিষ্ঠানকে এ বন্ডের মূল আয়োজক এবং ট্রাস্টি হিসেবে নিয়োগ দিয়েছে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ।
 
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।