ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মুনাফা কমার পরও গেইনার তালিকায় রেনউইক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
মুনাফা কমার পরও গেইনার তালিকায় রেনউইক

ঢাকা: মুনাফা কমার পরও রেনউইক যজ্ঞেশ্বর কোম্পানির শেয়ার সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার নবম স্থানে ওঠে এসেছে।

গত ৩১ মার্চ সমাপ্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মুনাফা হয়েছে মাত্র ৯ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৪৯ টাকা।

এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১৬ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ০.৮০ টাকা।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ২১ টাকা বেড়ে ডিএসইর টপটেন গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করে। সারাদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর ৩৫২ টাকা থেকে ৩৮৭ টাকার মধ্যে ওঠানামা করে সর্বশেষ  ৩৮৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

শেয়ারবাজারে ১৯৮৯ সালে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। বর্তমানে এর পি/ই রেশিও ৯৭.৭৩। বাজারে রেনউইকের মোট ২০ লাখ শেয়ার রয়েছে। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৫১ দশমিক০৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে বাকি ৪৮ দশমিক ৯২ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময় : ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।