ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চাকরি ছাড়ছেন ডিএসইর সিটিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মে ৪, ২০১৪
চাকরি ছাড়ছেন ডিএসইর সিটিও

ঢাকা: ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছাড়ছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) এ এস এম খায়রুজ্জামান । ইতিমধ্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

তবে বিধিমালা অনুয়ায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার তিন মাস পরে তা কার্যকর হবে।
 
এ এস এম খায়রুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, ডিএসইতে অনেকদিন ধরে কর্মরত রয়েছি। তাই এবার নতুন চাকরির খোঁজে এ সিদ্ধান্ত নিয়েছি। বিধিমালা অনুযায়ী পদত্যাগপত্র জমা দিয়েছি। তিন মাস পর তা কার্যকর হবে।
 
খায়রুজ্জামান বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ১৪ বছর ধরে ডিএসইতে কাজ করছি। এর মধ্যে প্রায় ৬ বছর সিটিওর দায়িত্ব পালন করছি। এর আগে কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। এখন নতুন কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতে চাই। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে আমার সঙ্গে ডিএসইর পর্ষদের কোনো ধরনের দ্বন্দ্ব নেই।
 
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।