ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টপ লুজারে ইবনে সিনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ৪, ২০১৪
টপ লুজারে ইবনে সিনা

ঢাকা : ওষুধ ও রাসায়ন খাতের ইবনে সিনা কোম্পানির শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবচেয়ে বেশি কমেছে।

এদিন কোম্পানিটির প্রতি শেয়ারের দর কমেছে ১৫ টাকা ৮০ পয়সা বা ১৩ দশমিক ৪৪ শতাংশ।

দিনভর এর শেয়ার দর ১০০ টাকা ৮০ পয়সা থেকে ১০৬ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১০১ টাকা ৮০ পয়সায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল খাতের তাল্লু স্পিনিং। কোম্পানির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৪০ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ২৭ টাকায়। দিনভর এ শেয়ারের দর ২৬ টাকা ৯০ পয়সা থেকে ২৮ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, চতুর্থ মেঘনা সিমেন্ট, পঞ্চম সিঙ্গার বিডি, ষষ্ঠ লিব্রা ইনফিউশন, সপ্তম মুন্নু জুন স্পিনার্স, অষ্টম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, নবম সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং দশম স্থানে ছিল জুট স্পিনার্স।

বাংলাদেশ সময় : ১৭০৫ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।