ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ভারতের সঙ্গে সাবমেরিন ক্যাবলসের সমঝোতা স্মারক সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৪
ভারতের সঙ্গে সাবমেরিন ক্যাবলসের সমঝোতা স্মারক সই

ঢাকা: অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রি করতে ভারত সঞ্চার নিগাম লিমিটেডের (বিএসএনএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
 
গত ১২ মে বিএসসিসিএল এই চুক্তি সই করেছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।


 
চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট (জিবিপিএস) ডাটা ট্র্যান্সফার সংবলিত ব্যান্ডউইথ রফতানি করা হবে। এ ব্যাপারে সব বাণিজ্যিক দেন-দরবার সম্পন্ন হলে দ্রুত চূড়ান্ত চুক্তি করা হবে বলে বিএসসিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যান্ডউইথ রফতানির সংযোগ লাইন বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত থাকবে।
 
জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে বাংলাদেশে অব্যবহৃত ২০৮ গিগাবাইট ব্যান্ডউইথ থেকে ৫০ গিগাবাইট ব্যান্ডউইথ ভারতে রফতানি করা হবে।
 
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।