ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

হা-ওয়েল টেক্সটাইলের লেনদেন শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ১১, ২০১৪
হা-ওয়েল টেক্সটাইলের লেনদেন শুরু বুধবার

ঢাকা: সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্তর অনুমোদন পাওয়া হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে আগামী বুধবার।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
নতুন এই কোম্পানির শেয়ার ‘এন’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে লেনদেন শুরু হবে। ডিএসইতে এ কোম্পানির শেয়ারের ট্রেডিং কোড ‘HWAWELLTEX’ নামে এবং কোম্পানির কোড 17461।
 
গত ২৪ ডিসেম্বর হা-ওয়েলের আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
আইপিওর মাধ্যমে হা-ওয়েল ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। যা কোম্পানিটি মেশিনারিজ ও জমি ক্রয়, ভূমি উন্নয়ন, নতুন ফ্যাক্টরি ভবন নির্মাণ, বর্তমান কারখানার অধুনিকায়নের কাজে ব্যবহার করবে।
 
গত ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৬৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৮ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।