ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

স্টক ডিলার সনদ পেল দুই প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ১৪, ২০১৪
স্টক ডিলার সনদ পেল দুই প্রতিষ্ঠান

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য কোম্পানি ইউসিবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা গেছে, প্রতিষ্ঠান দুটির আবেদনের প্রেক্ষিতে বিএসইসি ইউসিবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টকে স্টক ডিলারের রেজিস্ট্রেশন সনদ দেয়। রেজিষ্ট্রেশন সনদ নং REG.-3.1/DSE-181/2011/487। ছয় ডিজিটের আইডি হচ্ছে DLRUCB  ও কোম্পানি কোড হলো 200181 এবং ডিএসই সদস্য নং-১৮১।
 
এছাড়া এনএলআই সিকিউরিটিজকে স্টক ডিলারের রেজিস্ট্রেশন সনদ দেয় বিএসইসি। এর রেজিস্ট্রেশন সনদ নং REG. -3.1/DSE-244/2014/525। তিন ডিজিটের আইডি হচ্ছে NL এবং ডিএসই সদস্য নং-244।
 
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।