ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যবসা সম্প্রসারণ করবে ম্যাকসন্স স্পিনিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ১৪, ২০১৪
ব্যবসা সম্প্রসারণ করবে ম্যাকসন্স স্পিনিং

ঢাকা: ব্যবসা সম্প্রসারণ করতে নতুন যন্ত্রাংশ আমদানির উদ্যোগ নিয়েছে  ম্যাকসন্স স্পিনিং কোম্পানি লিমিটেড।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটিকে সহায়তা করবে সাউথইস্ট ব্যাংকের প্রধান শাখা। ব্যাংকটি ম্যাকসন্স স্পিনিংকে শূন্য মার্জিনে অর্থাৎ অর্থ পরিশোধ ব্যতীত ১৬১ কোটি ১৫ লাখ টাকার ঋণপত্র (এলিস) খোলার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১৪০ কোটি টাকার ৩৬০ দিন মেয়াদী ঋণপত্র  এবং সাইট ঋণপত্র হবে ২১ কোটি ১৫ লাখ টাকার।

এই ঋণ গ্রহণ করে কোম্পানিটির বর্তমান ইউনিটের সঙ্গে আরো ৫২ হাজার ৮০০টি সুতাকাটার টাকু আমদানি করবে। যেগুলোর মাধ্যমে কোম্পানিটি ইউনিট-২ প্রতিষ্ঠা করবে।

নতুন প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হবে বছরে ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার কিলোগ্রাম সুতা। এ থেকে কোম্পানির লেনদেন আগের চেয়ে ৩২৪ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা বাড়বে।

সবমিলিয়ে এ কোম্পানির বার্ষিক উৎপাদন হবে ১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার কিলোগ্রাম সুতা এবং লেনদেন হবে ৫৩৫ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা।

ইউনিট-২ এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে রাইট ইস্যু থেকে সংগৃহীত ১৬২ কোটি ১১ লাখ টাকা পুরোপুরি ব্যবহার হবে। সাউথইস্ট ব্যাংক অর্থায়ন করবে ৩৩ কোটি ১৫ লাখ টাকা। বাকি ৪৩ কোটি ১৫ লাখ টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে যখন প্রয়োজন হবে তখন ব্যয় করা হবে।

কোম্পানিটির নতুন ইউনিট চালু করার ক্ষেত্রে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যস সরবরাহ বাড়িয়েছে। এজন্য ৫ মেগাওয়াট গ্যাস (৬১ হাজার ৮০০ ঘনফুট) সংযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।