ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার ধারণ নিয়ে শুনানি শেষ, আদেশ রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২২, ২০১৪
শেয়ার ধারণ নিয়ে শুনানি শেষ, আদেশ রোববার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের দুই শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত বিএসইসি-এর করা আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী রোববার এ শুনানির ওপর ভিত্তি করে আদেশ দেওয়া হবে।


 
বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন।
 
আদালতে এনসিসি ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
গত ১৪ মে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের নিজ প্রতিষ্ঠানের কমপক্ষে দুই শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা দিয়ে বিএসইসি-এর জারি করা নির্দেশনা অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
 
এ নিয়ে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ চূড়ান্ত রায় দেন।
 
পরবর্তীতে ১৫ মে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া ওই রায় স্থগিত করে দেন চেম্বার বিচারপতি।
 
২০১২ সালের ৮ এপ্রিল এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমান রিট আবেদনটি করেন।
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়ে ২০১১ সালের ২২ নভেম্বর একটি আদেশ (প্রজ্ঞাপন) জারি করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রজ্ঞাপন পরিচালকদের পৃথকভাবে ন্যূনতম দুই শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ২২, ২০১৪/আপডেটেড ১৬১৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।