ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মে ২৬, ২০১৪
ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের মতো এদিনও সূচক কমেছে।



আগের কার্যদিবস রোববার ডিএসইতে চলতি বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৮২ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছিল ১৮৮ কোটি ৮২ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে ওইদিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কমলেও মূল্যসূচক বেড়েছিল।

গত দুই সপ্তাহ ধরে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন খরা চলছে। গত সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। ওইদিন লেনদেন হয়েছিল ১৯৬ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা। পরবর্তীতে বেশ খানিকটা বেড়েছিল লেনদেনের পরিমাণ। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৫৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিল মোট ২৭১ কোটি ৩৫ লাখ টাকা।  
 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে ওঠে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৭৭ পয়েন্টে স্থির হয়।

সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৭৬ পয়েন্টে দাঁড়ায়।
 
বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৭৮ পয়েন্টে স্থির হয়। এর পরই সূচকে ওঠানামা করে।

দুপুর ১২টা ১০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৫৮৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৭৪ পয়েন্টে অবস্থান করে।

এদিন লেনদেন হয়েছে মোট ২৩৬ কোটি ৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ফ্যামিলিটেক্স, বিএসআরএম স্টিলস, রূপালী লাইফ, বিএসসি, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, মিথুন নিটিং, আলহাজ, এনভয় টেক্সটাইল ও অ্যাপোলো ইস্পাত।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৪২২ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১১ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

লেনদেন হয়েছে মোট ১৭ কোটি ২৯ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৫ কোটি ৭ লাখ টাকা।
 
বাংলাদেশ সময় : ১১১৩ ঘণ্টা, মে ২৬, ২০১৪/আপডেটেড ১৪৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।