ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৪
সূচক ও লেনদেন উভয়ই বাড়ল

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



গত দুই সপ্তাহ ধরে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন খরা চলছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে চলতি বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৮২ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। এর আগে ২০১৩ সালের ২২ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছিল ১৮৮ কোটি ৮২ লাখ ৮২ হাজার টাকা।

গত সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। ওইদিন লেনদেন হয়েছিল ১৯৬ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকা। পরবর্তীতে বেশ খানিকটা বেড়েছিল লেনদেনের পরিমাণ। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৫৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিল মোট ২৭১ কোটি ৩৫ লাখ টাকা।  
 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৫ পয়েন্টে ওঠে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্টে স্থির হয়।

আগের দিনের মতো এদিও সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ৯৭৮ পয়েন্ট হয়।

বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯৮২ পয়েন্টে স্থির হয়।

দুপুর ১২টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৮৪ পয়েন্টে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় শেষ হয় দিনের লেনদেন।
 
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২৪০ কোটি ১৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৮ লাখ ১২ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, বিএসসিসিএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড, বঙ্গজ, মার্কেন্টাইল ব্যাংক, বিএসআরএম স্টিল, সিভিও পেট্রো কেমিক্যাল ও ফ্যামিলিটেক্স।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৭৭ পয়েন্টে পৌঁছে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেন হয় মোট ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ১৭ কোটি ২৯ লাখ টাকা।
 
বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, মে ২৭, ২০১৪/আপডেটেড- ১৪৫৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।