ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটির বিধি প্রণয়নে কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ৩, ২০১৪
ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটির বিধি প্রণয়নে কমিটি

ঢাকা: ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি সংক্রান্ত বিধি বিধান প্রণয়নের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


 
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কমিটি আগামী এক মাসের মধ্যে কমিশনের কাছে প্রাথমিক রিপোর্ট দাখিল করবে।
 
বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- পরিচালক মো. আবুল কালাম এবং উপ-পরিচালক ও সদস্য সচিব মো. কাওসার আলী 
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।