ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এলআরজিবি ইউনিট ফান্ড অনুমোদন পায়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ৩, ২০১৪
এলআরজিবি ইউনিট ফান্ড অনুমোদন পায়নি

ঢাকা: এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে `এলআরজিবি ইউনিট ফান্ড' গঠনের অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


 
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ফান্ডের আকারের ৯০ শতাংশ সাবক্রিপশন অর্থ একই সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল পরিচালিত একাধিক ফান্ড/স্কিম থেকে সংগৃহীত হয়েছে। যা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০১১-এর পঞ্চম তফসিল বিনিয়োগে বাধা-নিষেধের ধারা ৭-এর পরিপন্থী।
 
এমতাবস্থায় চাঁদা প্রদানকারীদের কাছ থেকে গৃহীত সব অর্থ বিধিমালা অনুযায়ী ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টকে সতর্ক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।