ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুন ৫, ২০১৪
ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৬ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৬২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে ১ হাজার ০৭ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৪১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৪০৮ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকা।     

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ বেড়ে ১ হাজার ৬৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫ পয়েন্টে স্থির হয়।

দুপুর পৌনে ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৯ পয়েন্ট হয়।

এভাবেই সূচকের ওঠানামায় দিনের লেনদেন শেষ হয়।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিলস, ওয়াটা কেমিক্যাল, গ্রামীণফোন, ইস্টার্ন হাউজিং, এমজেএল বাংলাদেশ, মিথুন নিটিং, ন্যাশনাল টিউবস, ডেল্টা লাইফ ও এসিআই লিমিটেড।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ১০ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

লেনদেন হয় মোট ৩০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৬৯ কোটি ৭৯ লাখ টাকা।    
 
বাংলাদেশ সময় : ১১০৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৪/আপডেটেড ১৫০১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।