ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সুহৃদ ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ৮, ২০১৪
সুহৃদ ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন শুরু

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া সুহৃদ ইন্ডাস্ট্রিজের আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়া যাবে আগামী ১‌২ জুন পর্যন্ত।

আর প্রবাসী বাংলাদেশিরা আবেদন করতে পারবেন ২১ জুন পর্যন্ত।
 
রোববার বিভিন্ন ব্যাংকে এ আবেদন জমা নেওয়া শুরু হয়।
 
মতিঝিল এলাকায় কয়েকটি ব্যাংক শাখায় ঘুরে দেখা যায়, আইপিও আবেদন জমা দেওয়ার জন্য বিনিয়োগকারীরা নির্ধারিত সময়ের অনেক আগেই ব্যাংকের প্রবেশদ্বারে অপেক্ষা করছেন। ১০টার পর থেকে এ আবেদন জমা নেওয়া শুরু হয়। প্রথম দিন হওয়ায় বিনিয়োগকারীদের তেমন চাপ লক্ষ্য করা যায়নি।
 
কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। তবে কোনো প্রিমিয়াম ধার্য করা হয়নি।
 
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি ফ্যাক্টরির ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, গ্যাস জেনারেটর ক্রয়, ব্যাংক লোন পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাব বাবদ ব্যয় করবে বলে জানিয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ।
 
গত ৩০ জুন ২০১৩ শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসেব অনুযায়ী এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৯ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪ দশমিক ১১ টাকা।
 
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
 
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।