ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আস্থা সংকটে বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুন ৮, ২০১৪
আস্থা সংকটে বিনিয়োগকারীরা

ঢাকা: পুঁজিবাজারে নতুন বিনিয়োগে কোনো আস্থা পাচ্ছে না সাধারণ বিনিয়োগকারীরা। কারণ ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তাদের জন্য কোনো বিশেষ সুবিধা নেই।



বাজেট পরবর্তী স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথমদিন রোববার বিভিন্ন ব্রোকরেজ হাউজের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

বিনিয়োগকারীরা বলেন, বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোনো বিশেষ প্রণোদনা না থাকায় এ বাজারে বিনিয়োগের আস্থা পাচ্ছেন না তারা।

স্কয়ার সিকিউরিটিজের বিও হিসাবধারী উৎপল বালা বলেন, প্রতিদিনের মতো লেনদেন শুরু হওয়ার আগেই হাউজে উপস্থিত হয়েছি। কিন্তু লেনদেনে সাহস পাচ্ছি না। কারণ এবারের বাজেটে বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো প্রণোদনা না থাকায় তিনি বেশ আতঙ্কিত। কারণ এমনিতেই বাজারে আগে বিনিয়োগ করে অনেক লোকসানে রয়েছি। তারপর নতুন বিনিয়োগ করে আর লোকসানের মুখে পরতে চাই না। তাই বিনিয়োগের বিষয়ে আমি বেশ সচেতন।  

এদিকে, রোববার লেনদেন শুরুর পর থেকেই নেতিবাচক হতে শুরু করে উভয় স্টকের সূচক। দিনের দেড় ঘণ্টার মাথায় ডিএসইএক্স সূচকে ৬৪ পয়েন্ট পতন ঘটে। তবে বেলা পৌনে দুইটার দিকে সূচক কমে ৫২ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সূচক কমলেও লেনদেন মোটামুটি ভালো।   এ সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৫ কোটি টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র ৭৪টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। এছাড়া সিএসইতে দাম বৃদ্ধি পেয়েছে মাত্র ৩৭টির, কমেছে ১৩০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

এ বিষয়ে সালমান ফারুক নামের এক বিনিয়োগকারী বলেন, বাজেটে পুঁজিবাজারের জন্য দুটি সুবিধার কথা বলা হলেও বাস্তবে এর কোনো ইতিবাচক প্রভাব নেই। তাছাড়া ব্যক্তি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনী আয়ের ওপর উৎসে কর বসানো হয়েছে। এসব দিক থেকে এবারের বাজেট পুঁজিবাজারের জন্য ইতিবাচক নয়, যার প্রভাব আজ লক্ষ্য করা যাচ্ছে।

তিনি আরও বলেন, কিসের ওপর অস্থা রেখে আমরা বাজারে বিনিয়োগ করবো। এতদিন ধরে বাজার মন্দাবস্থায় থাকলেও নিয়ন্ত্রক সংস্থা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পরেনি। এবারের বাজেটে সরকার বিনিয়োগকারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এ বাজারে বিনিয়োগের কোনো আস্থা পাচ্ছি না।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।