ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

উভয় বাজারে সূচকে উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ৯, ২০১৪
উভয় বাজারে সূচকে উন্নতি

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ উভয়ই বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর প্রথম দিন রোববার দেশের উভয় শেয়ারবাজারেই মূল্যসূচক ও লেনদেন দুটিই কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১৫ পয়েন্টে উন্নীত হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে লেনদেন হয় মোট ৪২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৪১৬ কোটি ১১ লাখ টাকা।       

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা, এমজেএল বাংলাদেশ, ইউনিক হোটেল, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন, ইস্টার্ন হাউজিং, জেনারেশন নেক্সট, মিথুন নিটিং ও আলহাজ টেক্সটাইল।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫ পয়েন্ট হয়।

দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩ পয়েন্টে স্থির হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করে। এভাবে দিনভর ঊর্ধ্বমুখী মূল্যসূচকে লেনদেন হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬৭ পয়েন্টে দাঁড়ায়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

লেনদেন হয় মোট ২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৪ কোটি ৪৮ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৪/আপডেটেড ১৪৪৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।