ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লেও লেনদেন কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ১১, ২০১৪
সূচক বাড়লেও লেনদেন কমেছে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর প্রথম দিন রোববার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমে যায়। তবে পরের দিন সোমবার সূচক ও লেনদেন উভয়ই বাড়ে। এর পর মঙ্গলবার উভয় বাজারে মূল্য সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬ পয়েন্টে স্থির হয়।

এদিন ডিএসইতে লেনদেন হয় মোট ৪৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৪৫২ কোটি ২৩ লাখ টাকা।         

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, বিএসআরএম স্টিল, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, এমারেল্ড অয়েল ও ইস্টার্ন হাউজিং।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্টে দাঁড়ায়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয় মোট ২৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৩০ কোটি ০৮ লাখ টাকা।    

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুন ১১, ২০১৪/আপডেটেড ১৪৫৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।