ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

জিকিউ-এর চেয়ারম্যানসহ ৩ পরিচালককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪
জিকিউ-এর চেয়ারম্যানসহ ৩ পরিচালককে জরিমানা

ঢাকা: সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কাজী সলিমুল হক ও তিন পরিচালককে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জরিমানাকৃত অন্য তিন পরিচালক হলেন- সালমা হক, কাজী এম সালমান সারওয়ার ও সারা হক।



বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়, সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে তাদের প্রত্যেককে পৃথকভাবে আড়াই লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময় : ১৮১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।