ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টপ গেইনারে কোহিনুর কেমিক্যালস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
টপ গেইনারে কোহিনুর কেমিক্যালস

ঢাকা : ওষুধ ও রসায়ন খাতের কোহিনুর কেমিক্যালসের শেয়ার দর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ৩৫ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৫১ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে কোম্পানিটি।

 

দিনভর কোহিনুর কেমিক্যালসের শেয়ার ৪৫০ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ৪৫০ টাকায়।

এদিন কোম্পানির মোট ২ হাজার ৫০০ শেয়ার ৫ বারে হাতবদল হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৭১ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৬ টাকা ২০ পয়সায়।  

দিনভর এ শেয়ারের দর ২৪ টাকা ১০ পয়সা থেকে ২৬ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল বার্জার পেইন্টস বাংলাদেশ। এর শেয়ার দর ৬৫ টাকা ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১ হাজার ১২৫ টাকায়।

চতুর্থ ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৮ টাকায়।  

পঞ্চম আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৯০ পয়সায়।

ষষ্ঠ মুন্নু জুট স্ট্যাফলার্সের শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩২০ টাকা ১০ পয়সায়।  

সপ্তম স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৯ টাকা ৪০ পয়সায়।  

অষ্টম রেকিট বেনকিজারের শেয়ার দর ২৯ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১ হাজার ৬০ পয়সায়।  

নবম ফু-ওয়াং ফুড কোম্পানির শেয়ার দর ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৭ টাকা ৮০ পয়সায়।  

আর দশম স্থানে ছিল ওয়াটা কেমিক্যাল। এর শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৭০ টাকায়।

বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।