ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

স্ত্রীকে উপহার সাড়ে ২৬ লাখ শেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
স্ত্রীকে উপহার সাড়ে ২৬ লাখ শেয়ার

ঢাকা : আর্থিক প্রতিষ্ঠান খাতের বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আলমগীর কবির তার স্ত্রীকে নিজ প্রতিষ্ঠানের ২৬ লাখ ৫০ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে জানানো হয়, বে-লিজিংয়ের উদ্যোক্তা পরিচালক আলমগীর কবির তার হাতে থাকা ৬৩ লাখ ২০ হাজার ৫৯টি শেয়ার থেকে ২৬ লাখ ৫০ হাজার শেয়ার তার স্ত্রী সুরাইয়া বেগমকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

এ বিষয়ে ডিএসইর অনুমোদনের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর করবেন মরজিনা।

বাংলাদেশ সময় : ১০৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।