ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
তালিকাভুক্ত কোম্পানির কর কমানোর সুপারিশ

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী।

বুধবার বেলা ১১টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কার্যালয়ে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।



তপন চৌধুরী বলেন, যেহেতু নন-লিস্টেড কোম্পানির ক্ষেত্রে করারোপ ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে, সে হিসেবে তালিকাভুক্ত কোম্পানির কর কমানো উচিত। এতে কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে।
 
তিনি আরও বলেন, ২০ শতাংশ বা তার ঊর্ধ্বে লভ্যাংশ প্রদানকারী কোম্পানির ওপর ১০ শতাংশ ট্যাক্স রিবেট অব্যাহত রাখার সুপারিশও করা হয়েছে। যাতে তালিকাভুক্ত কোম্পানিগুলো অধিক পরিমাণ লভ্যাংশ দিতে আগ্রহী হয়।

এ করারোপ অব্যাহত না রাখা হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন বিএপিএলসির সভাপতি তপন চৌধুরী।

তপন চৌধুরী বলেন, ‘এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএসইসি আমাদের আশ্বস্ত করেছে। আমরা এসব প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দেব। আজ সাড়ে ১২টায় আমাদের তাদের সঙ্গে বৈঠক রয়েছে। ’

বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেন। এছাড়া বৈঠকে বিএসইসির কমিশনাররা উপস্থিত ছিলেন। এ দিকে বিএপিএলসির পক্ষ থেকে সভাপতি তপন চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইউনূস, নির্বাহী কমিটির সদস্য আজম জে চৌধুরী ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।